আজ, রবিবার | ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৩

ব্রেকিং নিউজ :
আবারো সিআইপি সম্মাননা পেলেন বিজনেস আইকন মাগুরার আব্দুল মুক্তাদির শ্রীকোলের ১০টি কেন্দ্রে শাহীনের ভোট মাত্র ১৬৪টি! শ্রীপুর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান রাজন ৪৩টি কেন্দ্রে প্রথম হয়েছেন বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ

শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জনের মনোনয়ন পত্র দাখিল

মাগুরা প্রতিদিন ডটকম : ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৩৩ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে প্রত্যেকটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছাড়া একই দলের একাধিক প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা গেছে।

শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যে জানা গেছে, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ২৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল হালিম মোল্যা নিজের মনোনয়ন পত্র দাখিল করেছেন। পাশাপাশি একই দলের ইউসুফ আলী মন্ডল এবং অপর একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

২নং আমলসার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সেবানন্দ বিশ্বাস ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকারিয়া হোসেন সাচ্চু, সহ আরও ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৩নং শ্রীকোল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী কাজী তারিকুল ইসলাম নিজের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া এ ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আকবর হোসেন মিঞার দুই পুত্র কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি ও শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। এছাড়া মোঃ জিহাদ হোসেন নামে অপর একজন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৪নং শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৈয়বুর রহমান খান মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৫নং দ্বারিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আব্দুস সবুর। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন ও কাজী মহিদুল আলম। এছাড়া আরও একজন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৬নং কাদিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী বিশ্বাস। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইয়ুব হোসেন খানসহ আরও ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৭নং সব্দালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পান্না খাতুন বৃহস্পতিবার তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল ইসলাম সুহাশ, আনিচুর রহমান কনক ছাড়াও আরও ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৮নং নাকোল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত নিজের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান মিয়াসহ আরও ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া উপজেলার ৮টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা ৭৯ ও সাধারণ সদস্য পদে ২৮০ জনের মনোয়নপত্র দাখিল হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology