আজ, শুক্রবার | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩০

ব্রেকিং নিউজ :
বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা

শ্রীপুরে নদীভাঙন রোধে নিজ খরচে বেড়িবাঁধ বানাচ্ছে গ্রামবাসী

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলা দোরাননগর গ্রামে গড়াই নদীর ভাঙ্গন থেকে নিজেদের ঘরবাড়ি, ফসলীক্ষেতসহ বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় নিজস্ব অর্থায়নে প্রায় ২ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে এলাকাবাসী।

অব্যাহত ভাঙ্গনের কারণে গত কয়েক বছরে এ গ্রামের নদী তীরবর্তি বেশকিছু ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলী ক্ষেত বিলিন হয়ে গেছে। বিগত সময়ে এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার আবেদন করা হলেও কোনো ফল হয়নি। যে কারণে সবশেষে তারা নিজ উদ্যোগেই বেড়িবাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে।

শুক্রবার শতাধিক গ্রামবাসী মিলে ভাঙ্গণ প্রতিরোধে বেড়িবাঁধ তৈরির কাজ শুরু করেছেন। এ সময় দোরান নগর গ্রামের বাসিন্দা প্রকৌশলী রথিন্দ্রনাথ মন্ডল বলেন, গ্রামের মধ্যে নদীর পাড় ভাঙছে অনেকদিন ধরেই। ফসলি জমিও বিলিন হয়ে যাচ্ছে। বছর পাঁচেক ধরে এই ভাঙ্গন আরো তীব্র হয়েছে। এ থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডের কাছে অনেকবার ধরণা দিলেও কোনো কাজ হয়নি। বিধায় নিরুপায় হয়ে নিজেদেরকেই উদ্যোগ নিতে হয়েছে।

স্থানীয় ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল বলেন, গতবছর  গ্রামবাসীর উদ্যোগে ৮ লাখ টাকা ব্যয়ে বাঁশ, কাঠ দিয়ে ৮টি বেড়িবাধ নির্মাণ করা হয়েছিল। এবার বাঁধটি আরো মজবুত করতে নতুন করে ইট, বালু, রড় দিয়ে কংক্রিট ঢালাইয়ের পিলার যুক্ত করা হচ্ছে। এতে এবার অন্তত ১৫ লক্ষ টাকা ব্যয় হবে যার অর্থায়নে রয়েছে গ্রামের বিভিন্ন শ্রেণির মানুষ।

এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান সুজন বলেন, দুরান নগর এলাকায় ভাঙনের খবর আমাদের জানা নেই। সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করার পর সেখানে ভাঙনের তীব্রতা থাকলে আগামী বর্ষার আগেই বেড়িবাঁধ তৈরির উদ্যোগ নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology