আজ, শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫২

ব্রেকিং নিউজ :

মাগুরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

মাগুরা প্রতিদিন : ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে রবিবার থেকে মাগুরায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ।

পরে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার সহকারী বন  সংরক্ষক খোন্দকার মো. গিয়াস উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান প্রমুখ।

আলোচনা সভা শেষে কালেক্টরেট মাঠে একটি আমের চারা রোপণ করে বৃক্ষ রোপণ অভিযানের সুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

বৃক্ষ মেলায় মোট ৩৬টি স্টলে বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

মাগুরা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন মাগুরা এ মেলার আয়োজন করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology