আজ, রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ভোর ৫:৪৯

ব্রেকিং নিউজ :

মাগুরায় আছাদুজ্জামান একাডেমিকে হারিয়ে মুসলিম স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমিকে হারিয়ে বঙ্গবন্ধু ফুটবল কাপ জিতে নিলো পারলা মুসলিম স্পোটিং ক্লাব। শনিবার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে টাইব্রেকারে তারা ৪-২ গোলের ব্যবধানে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার নির্ধারিত সময়ে দুটি দলের খেলোয়াড়রা প্রতিপক্ষের জালে বল ঢোকাতে ব্যর্থ হন। পরে খেলা গড়ায় টাইব্রেকারে।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির নিশান এবং লীগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার পেয়েছেন আবাহনী ক্রীড়া চক্রের খেলোয়াড় নূর ইসলাম।

খেলা শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগী দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড.জিল্লুর রহমান লাজুক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবারের ফুটবল লীগে জেলার ২৪টি দল অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology