আজ, রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:১৫

ব্রেকিং নিউজ :

মাগুরায় দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৯ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে ।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের আইসিটি কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জুলিয়া সুকায়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন ।

সেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফের আর্থিক সহযোগিতায় এ অনুষ্ঠানে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক সরোজ কুমার দাস ও রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে জেলার ৪ উপজেলার ১৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা হারে মোট ২ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, আমরা প্রতি বছর জেলার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকি । এসব শিক্ষার্থীরা যদি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় তাহলে তাদের পড়ার খরচও আমরা প্রদান করবো । জেলার শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের প্রতিষ্ঠান সাফল্যের সাথে কাজ করছে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology