আজ, শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৮

ব্রেকিং নিউজ :

মাগুরায় রবিবার কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন এমপি শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : সারাদেশের সাথে রবিবার একযোগে মাগুরাতেও কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। সকাল ১১ টায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা ২৫০ শয্যা হাসপাতলের ৮ টি বুথ এবং শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় ৩ টি করে মোট ১৭ টি বুথে টিকা দেয়া হবে। ইতোমধ্যে উদ্বোধনী কার্যক্রম এবং বুথ পরিচালনার জন্যে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। মোট ২২ জন জোষ্ঠ্য সেবিকাকে ওই প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।

মাগুরা সিভিল সাজর্ন ডা: শহিদুলাহ দেওয়ান জানান, প্রাথমিক ভাবে সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ টিকা দেয়া হবে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রণয়নকৃত তালিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।

উল্লেখ্য, ২৯ জানুয়ারি মাগুরায় ২৪ হাজার টিকা এসেছে। বে·িমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে প্রাপ্ত ওইসব টিকা নির্দিষ্ট তাপমাত্রায় সিভিল সাজর্ন কার্যালয়ের ইপিআই সেন্টারে মজুদ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology