আজ, রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ১:০৩

ব্রেকিং নিউজ :

শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের কাছে মোবাইল ফোনে প্রতারক চক্রের অর্থ দাবি

মাগুরা প্রতিদিন ডটকম : উপজেলা প্রশাসন ও সোনালী ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মোবাইল ফোনে অর্থ আদায়ের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের ফেসবুক ওয়ালে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা ব্যাংকে পৌঁছেছে। কিন্তু সেটি ছাড় করাতে অর্থ লাগবে এমন কথা বলে প্রতারক চক্রটি স্থানীয় মুক্তিযোদ্ধাদের মোবাইল নম্বরে ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর থেকে রিং করে অর্থ দাবি করে। এ ঘটনার পর ওইসব মুক্তিযোদ্ধা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি উপজেলা প্রশাসনের নির্ধারিত ফেসবুকে সতর্কতা জারি করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পাশাপাশি প্রতারক চক্রের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্যে অনুরোধ জানিয়েছেন ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology