আজ, শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১২:৫১

ব্রেকিং নিউজ :

৫ দফা দাবি আদায়ে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারিদের মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, নূন্যতম ১১ গ্রেডে বেতন প্রদান, শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে কর্মচারীর সংখ্যা নির্ধারণসহ ৫ দফা দাবি আদায়ে মাগুরার মহম্মদপুরে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারিরা মঙ্গলবার মানববন্ধন সমাবেশ করেছে।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের মহম্মদপুর উপজেলা শাখা আয়োজিত এ মানববন্ধন সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন কর্মচারি অংশ নেন।

মহম্মদপুর উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন পরিষদের মহম্মদপুর উপজেলা শাখার আহ্বায়ক সেলিম রেজা, সদস্য সচিব মুরাদ হোসেন, সদস্য তরুণ কুমার গুহ প্রমুখ।

বক্তারা বলেন, চরম বৈষম্যের মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। চাকুরীতে যোগদানের তারিখ থেকে অবসর পর্যন্ত ৩০/৪০ বছরেও কোন গ্রেড পরিবর্তন কিংবা পদোন্নতি নেই। চাকুরীবিধি অনুসরণ না করায় তাদের কর্মঘন্টা বা ওভারটাইম নেই।

তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জাতি গঠনে যুগোপযুগি শিক্ষানীতি উপহার দিয়েছেন। এই শিক্ষানীতির আলোকে আমাদের দীর্ঘদিনের কাক্সিখত চাকুরী বিধিমালা ২০১২ জারি করা হয়। প্রণিত বিধিমালা অনুযায়ী গভর্নিং বডি বা পরিচালনা পরিষদে কর্মচারীদের একজন সদস্য রাখার বিষয়টি অদ্যবধি কার্যকর করা হয়নি। এ অবস্থায় দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ প্রায় ৫০ হাজার তৃতীয় শ্রেণির কর্মচারীদের নিদারুন বৈষম্য নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

মানববন্ধন সমাবেশে তারা উত্থাপিত দাবিসমূহের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা এবং সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণেরও দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology