আজ, শুক্রবার | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | দুপুর ২:১১

ব্রেকিং নিউজ :

মাগুরার শালিখায় আ’লীগের পালটা পালটি সভা-দলীয় ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে বিভ্রান্ত নেতা-কর্মীরা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও গণভোজের আয়োজন করা হয়।

শালিখা উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এড. বিরেন শিকদার এমপি।

শালিখা উপজেলা আওয়ামীলীগ নেতা আফসার উদ্দিন বিশ্বাসকে এই সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসের বাবলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. শ্যামল কুমার দে, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক রানা আমির উসমান রানা, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক জিয়াউল হক, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আরজ আলী বিশ্বাস, বক্তিয়ার উদ্দিন লস্কর, শেখ ফিরোজ হোসেন, আনোয়ার হোসেন ঝন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি রামমোহন দে মন্ডল, শালিখা থানার ওসি তদন্ত তৌফিক আজম, জেলা পরিষদের সদস্য আবুল কাসেম মিনা, নীভা রানী বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মুজিবর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মোঃ মোজাহার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ জাবেরুল ইসলাম সাগর প্রমুখ।

এর আগে ২৮ আগস্ট মঙ্গলবার দুপুরে একই স্থানে আওয়ামীলীগ নেতা পিপি এড. কামাল হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু। এছাড়া বঙ্গবন্ধুর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এড. শফিকুজ্জামান বাচ্চু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামলীগ প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির, শতখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু রনজীত বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মুন্সী মিজানুর রহমান, আব্দুল কাদেরসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছা সেবকলীগ নেতৃবৃন্দ।

এই আলোচনা সভার আগে জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান স্বাক্ষরিত একটি পত্র উপস্থিত সাংবাদিকদের কাছে পৌঁছে দেয়া হয়। সেখানে এড. কামাল হোসেনকে শালিখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। অথচ শুক্রবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় শালিখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নতুন করে পরিচয় করে দেয়া হলো আফসার উদ্দিন বিশ্বাসকে।

একই স্থানে শালিখা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠান এবং ভিন্ন ভিন্ন নামের দুইজনকে শালিখা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা দেওয়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পাশাপাশি দলের তৃণমূল পর্যায় পর্যন্ত অসন্তোষ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শালিখা উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি মুন্সী ইসরাইল হোসেন গত বছর ২১ জুন তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর থেকেই পদটি শূণ্য রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology