আজ, রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ১০:০৩

ব্রেকিং নিউজ :

সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন-সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানির প্রতিবাদ, দায়েরকৃত মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তি এবং দোষিদের শাস্তির দাবিতে বুধবার মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো বন্ধুসভা, জাসদ এবং জেলা রিপোর্টার্স ইউনিট।

সকাল ১১ টায় শহরের কলেজ রোডে রিপোর্টার্স ইউনিটের মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক এইচ এম কামরুল ইসলাম, মো. ইউনুস আলি, আলি আশরাফ প্রমুখ।

অন্যদিকে একই সময়ে মাগুরা প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ প্রতিবাদ সমাবেশ করে। এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, মাগুরা জেলা জাসদের সহ-সভাপতি কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ। এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

এদিকে বেলা সাড়ে ১১ টায় শহরের কলেজ রোডে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, মহিলা পরিষদের নেতা-কর্মী, ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেতা-কর্মীরাসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এ সময় অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং এ ঘটনায় জড়িত সচিবালয়ে কর্মরত অপরাধিদের শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শাখার সভানেত্রি মমতাজ বেগম, কেন্দ্রীয় নেত্রী লিপিকা দত্ত, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, বাসদ কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য প্রকৌশলী শম্পা বসু, প্রথম আলো’র জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান, প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী মিঠুন প্রমুখ বক্তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology