মাগুরা প্রতিদিন : মাগুরা–১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি।
সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে শ্রীপুরের টেঙ্গাখালি এলাকায় তাকে আটক করে মাগুরার গোয়েন্দা পুলিশ।
২০০৮ সালের আগে কুটি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটি একাত্তরের মুক্তিযুদ্ধে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিঞার ছেলে। দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তিনি জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি মাগুরা–১ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর ডা. সিরাজুল আকবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার দাবি, সে সময় জনগণের সমর্থন পেলেও ফল ঘোষণায় নৌকা মার্কার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এছাড়া সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী তারিকুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়ে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এলাকায় তার বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা তিনি এবং তার পরিবার নির্যাতিত। যে কারণে বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করে নির্বাচনে অংশ নিচ্ছেন।
গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার ছোট ভাই, শ্রীপুর উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান শরিয়ত উল্লাহ রাজন বলেন, তারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং আওয়ামী লীগের কোনো কমিটিতে তাদের নাম নেই।
তার ভাষ্য অনুযায়ী, কুটি মিয়া আমেরিকায় অবস্থানকালে তার নামে দুটি মামলা হয়। বিষয়টি জেনে দেশে ফিরে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এবং জামিনে মুক্তি পান। এরপরও কোনো নতুন মামলা ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মাগুরা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, সদর থানায় দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলায় কুতুবুল্লাহ হোসেন মিঞা কুটিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সংসদ সদস্য প্রার্থী কি না, সে তথ্য মাগুরা গোয়েন্দা শাখার জানা নেই বলেও জানান তিনি।