আজ, শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩১

ব্রেকিং নিউজ :
বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা!

ইনসেপ্টার সহযোগিতায় ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ফেলোশীপ’ প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এবং বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এর উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সহযোগিতায় প্রথমবারের মতো ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ট্রাভেল ফেলোশীপ’ প্রদান করা হয়েছে।

প্রথমবারের মতো এই ফেলোশীপের জন্য মনোনীত হয়েছেন ইউনাইটেড হাসপাতালে  ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ বিভাগে কর্মরত ডা. মোহাম্মদ সালাহউদ্দিন।

এই ফেলোশীপের আওতায় তিনি দুই সপ্তাহের জন্য আমেরিকাতে ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ এর উপর সমসাময়িক বাস্তব ও ব্যবহারিক ধারণা লাভ করতে পারবেন-যা দেশের চিকিৎসাসেবা ও মান উন্নয়নে ভূমিকা রাখবে।

এ উপলক্ষ্যে ১৪ জানুয়ারি শনিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক  চিকিৎসকদের অংশগ্রহণে এক ‘অ্যাওয়ার্ড সিরিমনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পিএইচএ-এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) প্রেসিডেন্সী প্রফেসর আরিফ আহসান, প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোহাম্মদ ওমর ফারুক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সেলস এবং ডিস্ট্রিবিউশন-এর জিএম মো. আশরাফ উদ্দিন এবং ডিজিএম (মার্কেটিং) মো. মিজানুর রহমানসহ আরও অনেকেই বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পিএইচএ-এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম  বলেন, ‘দেশের হেলথ কেয়ার এবং হেলথ এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে চিকিৎসকদের সমসাময়িক জ্ঞান আরও বৃদ্ধির বিকল্প নেই। সেক্ষেত্রে এ ধরনের ফেলোশীপ — — ক্ষেত্রের বিশেষায়িত চিকিৎসকদের শুধু জ্ঞান বৃদ্ধি করবে না, সমাজের প্রতি তাদের দায়িত্বও আরও বৃদ্ধি করবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology