আজ, রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ২:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

জেনারেল জিয়া খন্দকার মোস্তাককে সাথে নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছে – নানক

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির বলেছেন, জেনারেল জিয়া, খন্দকার মোস্তাককে সাথে নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন। কিন্তু এখন সেই পঁচাত্তরের পূনরাবৃত্তি আমরা মুজিব সেনারা বেচে থাকতে বাংলার মাটিতে হতে দেবো না।

মঙ্গলবার সন্ধ্যায় মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৪ নভেম্বর যশোরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার সহ অন্যান্যরা।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে দলীয় নেতা-কর্মীদের বক্তব্যের সূত্র ধরে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সামরিক শাসকের গর্ভ থেকে তৈরি হওয়া কোনো দল নয়। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।

প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সারাদেশে কেবলই উন্নয়নের ছোয়া। শেখ হাসিনা এদেশের মানুষকে শিক্ষার নিশ্চয়তা দিয়েছেন। ঠিকানাবিহীন মানুষকে দিয়েছেন ঠিকানা। দেশ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। যার সুবিধা নিচ্ছে বিএনপি জামাতিরা। ওই অপশক্তি ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না।

কর্মীসভায় উপস্থিত নেতৃবৃন্দ ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করলে দলীয় নেতাকর্মীদের সতস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology