আজ, রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪৬

ব্রেকিং নিউজ :

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরার তিনটি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাগুরা প্রতিদিন ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার মাগুরার তিনটি উপজেলায় প্রতিষ্ঠিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করবেন। এ উপলক্ষে মহম্মদপুরে মাগুরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে নবনির্মীত ৬৬টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করবেন। এরমধ্যে মাগুরার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার তিনটি মিনি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কমী, উপজেলা ও জেলা প্রশাসন ও বিভিন্ন সুভিধাভোগী মানুষের সাথে কথা বলবেন বলে জানা গেছে।

এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে দফায় দফায় মিটিং ও সমাবেশ করছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শনিবার সকালে মাগুরা জেলা প্রশাসক মো: আলী আকবর, সহকারি পুলিশ সুপার আবীর সিদ্দিকি শুভ্র মহম্মদপুরে ভিডিও কনফারেন্সের জন্যে প্রস্তুতকৃত মাঠ পরিদর্শন করেছেন।

সকালে মাগুরা জেলা প্রশাসক মো: আকবর আলী কনফারেন্স মাঠ পরিমর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প, একটি বাড়ি একটি খামার, জমি আছে ঘর নেই যার, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, প্রতিবন্ধি সংগঠনসহ সুভিধাভোগী একাধিক প্রতিষ্ঠানের লোকজন নিয়ে মতবিনিময় সভা করেন। এ সকল প্রতিষ্ঠানের ব্যক্তিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলবেন বলেও জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology