আজ, বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১:১০

ব্রেকিং নিউজ :
জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

মাগুরার মধুমতিতে বিহারী লাল শিকদার নৌকা বাইচ উত্সবকে সামনে রেখে সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মধুমতি নদীতে প্রাণআপ বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা ও উত্সবকে সামনে রেখে রোববার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উত্সবের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বেভারেজ ব্যাণ্ড ‘প্রাণ আপ’।

৪ নভেম্বর সোমবার মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতা ও উত্সব উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বিরেন শিকদার এমপি।

বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফি, প্রাণ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ শামিম হোসেন, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, তেহেরান আলম টুটুল, অলোক বোস, রূপক আইচসহ অন্যরা।

নৌকা বাইচ প্রতিযোগিতা এবং এটিকে ঘিরে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহি ও অতি প্রাচীন একটি উত্সব। কালের পরিক্রমায় নদীর স্রোতধারায় নানা প্রতিবন্ধকতার কারণে এটি প্রায় হারিয়ে যাওয়ার পর্যায়ে। শতশত বছর ধরে মাগুরার মধুমতিসহ দেশের বিভিন্ন নদীতে এসব প্রতিযোগিতা এবং এটিকে ঘিরে উত্সব চলে আসলেও সেই আয়োজনে ভাটা পড়ে দীর্ঘদিন। বাঙালির প্রাণের সেই উত্সবটি ধরে রাখতে গত ৬ বছর যাবত মাগুরার মধুমতি নদীতে বর্ণাঢ্য কলেবরে চলছে এর আয়োজন।

সেই ধারাবাহিকতায় এবারের প্রতিযোগিতা এবং উত্সব মধুমতি নদীর এলাংখালি ঘাটকে কেন্দ্র করে চলবে অন্তত ৩ কিলোমিটার এলাকা জুড়ে। আর প্রতিযোগিতায় মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অন্তত ২০ দল অংশ নেবে। নৌকা বাইচ ও মেলা উপলক্ষে মধুমতি নদীর উভয় তীরে অন্তত ৫ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology