আজ, রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১২:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

মাগুরায় কেন্দ্রীয় বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুকের সমাবেশ পণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন ফারুকের সমাবেশে মাইক ব্যবহার নিয়ে পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রবিবার সকাল ১১ টায় মাগুরা জেলা বিএনপি শহরের ইসলামপুর পাড়ায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাবেশে মাইক ব্যবহার করতে না দেয়ায় ছোট হাত মাইক ব্যবহার করে সমাবেশের কার্যক্রম চালানো হচ্ছিল।

দলীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন, সকালেই পুলিশ মাইকের যন্ত্রাংশ নিয়ে যায়। কিন্তু পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে সমাবেশের প্রধান অতিথিকে মাইকে বক্তব্য দেয়ার অনুমতি নেয়া হয়। সে অনুযায়ী বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক মাইকে তার বক্তব্য শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পুনরায় মাইক বন্ধ করতে যায়। এতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা চেয়ার ছুড়ে মারতে শুরু করলে পুলিশ তাদের ছাত্রভঙ্গ করে দেয়। এ সময় জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল নেতা রনি সহ কয়েকজন আহত হয়।

পুলিশ এ ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিম, বিএনপি নেতা লুতফর রহমান সহ ৪ জন জনকে আটক করে।

জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জ্ঞাপন করে পুলিশের হাতে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, জেলা বিএনপি’র অভ্যন্তরিণ কোন্দলের জের ধরে তারা নিজেরা দলীয় সমাবেশের মধ্যে হট্টগোল শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology