মাগুরা প্রতিদিন : কবি যে বাড়িতে জন্মেছেন সেই বাড়িটি অক্ষত রেখেই রেললাইন নির্মাণ করা হবে বলে কবি পরিবারকে আশ্বস্ত করেছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের মধ্য দিয়ে ব্রডগেজ রেল লাইনের নির্মাণ কাজ পরিদর্শনে যান। এ সময় ওই গ্রামে রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়িতে যান এবং কবির বসতভিটা সুরক্ষার বিষয়ে রেল প্রকল্পের কর্মকর্তাদের সাথে নিয়ে কবির বসতভিটার সুরক্ষা বিষয়টি কবি পরিবারকে জানান তিনি।
এ সময় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। কেউ বানচালের চেষ্টা করলেও সম্ভব হবে না।
নির্বাচন অবাধ, স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে। উৎসবমুখর নির্বাচন করতে লেবেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এ সময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব আলম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।