মাগুরা প্রতিদিন : বেগম খালেদা জিয়াকে দেশের জাতীয় নেতা হিসেবে অভিহিত করে সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, তিনি আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টি লিডার নন।
শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাইনাস ফোর নামে যে কথাবার্তা ছড়ানো হচ্ছে, তা একটি দুষ্টুচক্রের ফালতু অপপ্রচার ছাড়া কিছু নয়। যারা এসব বলে বেড়াচ্ছে তারা স্বৈরাচারের দোসর। কাউকে আমরা মাইনাস করিনি। যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারাই মাইনাস হয়েছে।”
আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “যে রাজনৈতিক দলগুলো ব্যান্ড হয়েছে তারা ছাড়া অন্য সব দলই নির্বাচনে অংশ নিতে পারবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা চাইলে নির্বাচনে আসতে পারে। তবে এই দলটির স্বৈরাচারকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল—এ কথা আমাদের অবস্থানকে স্পষ্ট করে দেয়।”
তিনি আরও উল্লেখ করেন, তারা সহযোগিতা করেছিল বলেই আওয়ামীলীগ অনেক অকাম কুকাম করে পার পেয়েছে।তিনি আরও বলেন, “যাদের হাতে রক্তের দাগ আছে—তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এটি শহীদদের প্রতি আমাদের দায়, এটি আমাদের শপথ।”
মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির ও মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন।