মাগুরা প্রতিদিন ডটকম : চলে গেলেন মাগুরার জনপ্রিয় শিক্ষক বেলায়েত হোসেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
মাগুরা এ জি একাডেমি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বেশ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন। তারপর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভূগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য শিক্ষার্থি ও গুনগ্রাহি রেখে গেছেন।
মাগুরার জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে তার অগণিত শিক্ষার্থিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলমসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার শোক জানানো হয়েছে।
মাগুরা টাউন হল ক্লাবের সাধারণ সম্পাদক জায়েদ বিন নিশান ক্লাব সদস্য বেলায়েত হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের সন্তান মনির হোসেন তুষার জানান, বুধবার দুপুর ২ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার বেড় আকছি গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।