মাগুরা প্রতিদিন : চাকরি জাতীয়করণের একদফা দাবি বাস্তবায়নে মাগুরায় মিছিল এবং মানববন্ধন সমাবেশ করেছে আনসার সদস্যরা।
রবিবার বেলা ১১ টায় শহরের ভায়নার মোড় থেকে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গীমোড়ে মানববন্ধন সমাবেশ করে একদফা দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় আনসার সদস্যদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মাগুরা জেলা আনসার ভিডিপি কমাণ্ড্যাণ্ট চন্দন দেবনাথ বক্তব্য রাখেন।
আনসার সদস্যদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আকারে প্রেরণ করবেন বলেও তিনি আনসার সদস্যদের জানান।