মাগুরা প্রতিদিন ডটকম : ‘অন্যান্য কৃষি ফসলের তুলনায় তামাক চাষ অনেকটাই সহজ। আবার বিপণন নিয়েও কোনো ঝুঁকি থাকে না। দ্রুত বেশি লাভবান হওয়ায় অনেক এলাকাতেই তাই তামাক চাষ চলমান রয়েছে। তামাক চাষ নিরুৎসাহিত এবং তামাকের ব্যবহার কমিয়ে আনতে তামাকের উপর আরও করারোপ করার প্রয়োজন রয়েছে।’
ঢাকার বাংলামোটর বিশ্বসাহিত্যে কেন্দ্রে গবেষণা সংগঠন উন্নয়ন সমন্বয় আয়োজিত বাজেট ২০২২-২৩ অর্থ বছরে তামাক পণ্যে করের পর্যালোচনা’ শীর্ষক জাতীয় সংলাপে সম্মানিত অতিথির বক্তবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর একথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।
মাগুরার সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে বলেন, ‘২০৪০ সালের মধ্যে তামাকের ব্যবহার শূন্যেতে আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য একটা টার্গেট দিয়েছেন। তবে একথা বলতেই হবে সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর নীতি উদ্যোগ ও প্রচার-প্রচারণার কারণে তামাক বর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আগে তাঁর নির্বাচনী এলাকা মাগুরাসহ আশেপাশের ঝিনেদা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাতে যেভাবে তামাক চাষ হতো সেটাও এখন অনেক কমে আসছে।
এমপি শিখর বলেন, ‘ আমার নির্বাচনী এলাকাতে তামাক চাষ নেই বললেই চলে। মাগুরাতে আমি এ বিষয়টি নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। যখন কোথাও দেখি তামাক চাষ হচ্ছে, তখন সেটি প্রশাসনকে অবগত করি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফজলে হোসেন বাদশা এমপি, শিরিন আখতার এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি সহ অন্যান্যরা।