মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার তিলখড়ি গ্রাম থেকে আল আমিন কাজী নামে এক যুবককে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে মাগুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা আল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শালিখা থানায় একটি মামলা রুজু করা হয়েছে হয়েছে বলে থানা ভাররাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।