মাগুরা প্রতিদিন : শ্রীপুর উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নব নির্বাচিত চেয়ারম্যান শরীয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন।
মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে আগত সামাজিক দলের নেতৃবৃন্দ এবং সমর্থকদের ভালোবাসা এবং শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি পরিষদে যান। এ সময় উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বাবুল রেজা এবং মোছাঃ নারগিস সুলতানা সঙ্গে ছিলেন।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তারা উপজেলা পরিষদ সম্মেলক্ষে প্রথম মাসিক সভায় অংশ নেন।
সেখানে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। এ সময় উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ মে প্রথম দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং গতবারের নির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিনকে পরাজিত করে নির্বাচিত হন।
নব নির্বাচিত চেয়ারম্যান শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছেলে।