আজ, বুধবার | ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৩:৫২


নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাসদ নারী জোটের মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : তুই ধর্ষক, তুই ধর্ষকদের রক্ষক, আওয়াজ তুলুন-ইত্যাদি স্লোগান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অঙ্গ সংগঠন “জাতীয় নারী জোট” সোমবার মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে।

সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নারী জোটের দুই শতাধিক নারী কর্মীরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মাগুরা জেলা সম্পাদক সমীর চক্রবর্তি, নারী জোটের আহ্বায়ক এডভোকেট আমেনা খাতুন লাবনি, সাধারণ সম্পাদক সমাপ্তি বিশ্বাস, জাসদ নেত্রি অঞ্জলি বিশ্বাস, মেঘলা খন্দকারসহ অন্যান্যরা।

বক্তারা ধর্ষক এবং এদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সরকারের প্রতি কঠোর বিচারের দাবি জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology