মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
২১ জানুয়ারি বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতি কর্তৃক আদেশ এই জারি করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. উত্তম কুমার।
বর্তমানে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন।
মাগুরার এই কৃতি সন্তান ডাক্তার উত্তম কুমার সাহা পিএসসির সদস্য হওয়ায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী অভিনন্দন জানিয়েছেন।