মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে আবদুস সালাম মণ্ডল (৮৩) নামে এক বৃদ্ধের মত্যু হয়েছে। শহরে কর্মজীবি ছেলের সঙ্গে দেখা করে বুধবার সকালে গ্রামের বাড়িতে ফেরার পথে তিনি এই দূর্ঘটনার শিকার হন।
সদর থানা পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার লস্কারপুর গ্রামের লিয়াকত মণ্ডলের ছেলে আবদুস সালাম মণ্ডল নিজ এলাকায় একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন। সকাল ৮ টার দিকে অশীতিপর এই বৃদ্ধ মাগুরায় একটি ইট ভাটায় কর্মরত ছেলের সঙ্গে দেখা করে নিজ গ্রামে ফিরছিলেন। পথে মাগুরা শহরের পারনান্দুয়ালি ৩নং ব্রিজ এলাকায় লাঠিতে ভর করে হাটছিলেন। এমন সময় ঢাকা থেকে মেহেরপুরগামী ইউনিক পরিবহনের একটি যাত্রিবাহি বাস পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর এলাকাবাসি ওই বৃদ্ধকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
সদর থানার এসআই লিটন বলেন, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে ।