নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক মাগুরার কৃতিসন্তান অধ্যাপক মো. মাহবুবুর রহমানকে গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকদিন অাগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকাতে হাসপাতালে ভর্তি হন। কিন্তু শ্বাস-প্রশ্বাসে মারাত্বক সমস্যা দিলে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। আবস্থা আরও খারাপ হলে গতকাল রবিবার তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এদিকে কানাডায় অবস্থানরত তাঁর ছোট ভাই সাইদুর রহমান সেন্টুও সিঙ্গাপুরে রওয়ানা হয়ে গেছেন। উল্লেখ্য মো. মাহবুবুর রহমানের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে।