আজ, বৃহস্পতিবার | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের উদ্বোধন যুক্তরাষ্ট্রে ক্রিকেট দল পেলেন সাকিব মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে বিপ্লব নামে এক জনের মৃত্যু নাকোলে চালের মধ্যে লুকানো ৭ কেজি গাঁজা উদ্ধার শালিখায় দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ শ্রীপুরের গোয়ালপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু মাগুরার সাবেক এমপির স্ত্রী সীমা রহমানের গাড়ি বাড়ি ব্যাংক জব্দের নির্দেশ মাগুরা হাসপাতালে মৃত স্ত্রীকে ফেলে যাওয়া স্বামী শামীম শেখ গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-০১ আসনে প্রার্থী হচ্ছেন কারা? মাগুরায় প্রাইভেট কারের ধাক্কায় কৃষকের মৃত্যু

মাগুরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে জবাই করে খুন

মাগুরা প্রতিদিন : মাগুরায় তীর্থ রুদ্র (২১) নামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শহরের পুরাতন বাজার রুদ্র স্টোরের মালিক নিমাই রুদ্র’র ছেলে তীর্থ রুদ্র মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তীর্থ রুদ্র নিজের ব্যবহৃত ডিসকোভার মটর সাইকেল নিয়ে শহরের আতর আলী সড়কের বাড়ি থেকে বের হয়। সে সময় বাড়ির সামনেই তার জন্যে চার বন্ধু অপেক্ষা করছিলো। তাদের সাথে সে রওনা দিলেও দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় রাত দেড়টার দিকে থানায় বিষয়টি অবহিত করা হয়। এরই মধ্যে সকালে এলাকাবাসী এতিমখানার পেছনে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরীক্ষার্থী তীর্থ রুদ্রকে নির্মমভাবে জবাই করে হত্যার ঘটনা ঘটলেও পরিবারের সদস্যরা মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছু জানাতে পারেনি।

নিহত তীর্থ রুদ্র’র বাবা নিমাই রুদ্র বলেন, আমাদের পরিবারের কারো সাথে কোনো বিরোধ নেই। ইতোপূর্বে মোবাইল নিয়ে শহরের দুটি ছেলের সাথে তীর্থ’র বিরোধ তৈরি হলেও সেটি মীমাংসা হয়ে যায়। তার মটর সাইকেলটি পাওয়া যায়নি। মটর সাইকেল কেড়ে নিতে তাকে হত্যা করা হয়েছে কিনা বুঝতে পারছি না।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদি রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology