মাগুরা প্রতিদিন: মাগুরায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা বিপিএম।
সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি নারায়ণগঞ্জে নৌ পুলিশে কর্মরত ছিলেন।
মাগুরা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছাসহ গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এস এম মোবাশ্বের হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।