মাগুরা প্রতিদিন : যথাযোগ্য মর্যাদায় মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা শহরের নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোনায় অংশ নেন মাগুরা পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন ডা. মো: শামীম কবির, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ জনাব রেজভী জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার এস.এম. আব্দুর রহমান।
এসময় মাগুরা জেলার সকল দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।