আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩১


মাগুরায় সড়ক দূর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় মটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন বোরহান (২১), মুহিব (১৯) এবং সানি (২১)।

নিহত বোরহান মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরীচরণপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে, মুহিব ওই গ্রামের কামরুজ্জামান এবং সানি পিকুল বিশ্বাসের ছেলে।

সোমবার রাতে তারা মটর সাইকেল চালিয়ে মাগুরা শহরের উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে বের হয়। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে রাতেই সানি বিশ্বাসের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত বোরহান এবং মুহিবকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার সকালে বোরহানের মৃত্যু হয়। এর আগে ফরিদপুর নিয়ে যাওয়ার পথে মুহিব বিশ্বাসের মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘাতক প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দেয়া হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology