মাগুরা প্রতিদিন : মাগুরায় ‘দৈনিক এই বাংলা’ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আহমদ আলীকে মঙ্গলবার রাতে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহমেদ আলী মাগুরা পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদ খন্দকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মাগরিবের নামাজ শেষ করে প্রতিবেশি একজন মুক্তিযোদ্ধার জানাজায় যাওয়ার জন্য রওনা দিয়ে হাসপাতাল পাড়ায় অবস্থিত আল-আহাদ ক্লিনিকের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্তরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। দুর্বৃত্তরা তার পিঠ, কোমর, উরু ও পায়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেলে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসাকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত আহমদ আলীর বড় ভাই খন্দকার মোহাম্মদ আলী বলেন, কে বা কারা আমার ভাইয়ের উপর হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি। ভাইয়ের চিকিৎসার জন্যে তার সাথে রয়েছি। এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি আমরা জেনেছি। ভিকটিমদের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক আহমদ আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।