মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা মোল্যা শনিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
মরহুমের মৃত্যুতে জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরা জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মওলা মোল্যা কয়েক বছর যাবত বার্ধক্য জনিত কারণে শারীরিক নানা জটিলতায় ভূগছিলেন। দেশের বিভিন্ন হাসপাতাল এবং ভারত থেকে চিকিত্সা নিয়ে তিনি বাড়িতেই ছিলেন। শনিবার সকালে শহরের মোল্যাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন ।
মাগুরার আওয়ামীলীগ পরিবারের ত্যাগি এই নেতার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট বিরেন শিকদার শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রিয় সদস্য বিশিষ্ট সমাজসেবক জাহিদুল আলম।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা মোল্যার মৃত্যুতে মাগুরা জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সাংগঠানিক সম্পাদক মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক শেখ সালাহউদ্দিন, ছাত্রলীগ আহ্বায়ক মীর মেহেদি হাসান রুবেল শোক জানিয়েছেন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।