আজ, মঙ্গলবার | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের উদ্বোধন যুক্তরাষ্ট্রে ক্রিকেট দল পেলেন সাকিব মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে বিপ্লব নামে এক জনের মৃত্যু নাকোলে চালের মধ্যে লুকানো ৭ কেজি গাঁজা উদ্ধার শালিখায় দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ শ্রীপুরের গোয়ালপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু মাগুরার সাবেক এমপির স্ত্রী সীমা রহমানের গাড়ি বাড়ি ব্যাংক জব্দের নির্দেশ মাগুরা হাসপাতালে মৃত স্ত্রীকে ফেলে যাওয়া স্বামী শামীম শেখ গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-০১ আসনে প্রার্থী হচ্ছেন কারা? মাগুরায় প্রাইভেট কারের ধাক্কায় কৃষকের মৃত্যু

মাগুরার নড়িহাটি গ্রামে মারপিট করে মৌচাষির অর্থ ও মৌ বাক্স লুটপাট

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর সদর উপজেলার নড়িহাটি গ্রামে এক মৌ খামারিকে মারপিট করে মধু বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা ও ৫৮টি মৌ বাস্ক লুটপাট করেছে স্থানীয় দূর্বৃত্তরা।

আজিম শেখ নামে ওই মধু ব্যবসায়ী মাগুরা সদর থানায় এ বিষয়ে ১২ যুবককে অভিযুক্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে আজিম শেখ জানান, ৮মার্চ সকাল থেকে তিনি নড়িহাটি গ্রামের জনৈক নন্দ বিশ্বাসের লিচু বাগানে মৌ বাস্ক ফেলে মধু আহরণ শুরু করেন। ওইদিন বিকেলে ওই এলাকার বাবু মোল্যা, তরিকুল মোল্যা, শামিম ফকির, শিহাব মোল্যা, সুমন ফকির, জিহাদ, ইব্রাহিম, বাধন, মুন্না, রফিকুল, জাভেদ, সাগরসহ বেশ কয়েকজন ব্যক্তি প্রথমে আজিম শেখকে বিনা কারণে উস্কানিমূলক গালাগাল দেয়। বিষয়টি সে বাগানের মালিক নন্দ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে বাবু ও তরিকুলসহ অন্যান্য ব্যক্তিরা সেখান থেকে চলে যায়। পরে সন্ধ্যায় প্রতিবেশীরা চলে গেলে দুর্বৃত্তরা আজিমকে একা পেয়ে লাঠি ও লোহার রড দিয়ে প্রচন্ড মারপিট করে। এ সময় তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে এলাকার লোকজন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, মাগুরা জেলা মৌচাষি সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যান নেতৃবৃন্দ।

মাগুরা সদর থানার ওসি নাসির হোসেন জানান, মৌ চাষি আজিম এর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য হাজিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসিকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology