মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রতিবেশির নির্যাতনের হাত থেকে ৫ বছর বয়সি শিশুকে উদ্ধার করতে গিয়ে রবিবার ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাদশা মোল্যা (৬০) নামে এক বৃদ্ধ। শিশুটির দাদা বাদশা মোল্যা সদর উপজেলার পুখরিয়া গ্রামের আকবার শিকদারের ছেলে।
এলাকাবাসি জানায়, পুখরিয়া পশ্চিমপাড়ার শিমুল শিকদারের ৫ বছর বয়সি শিশু আবদুল্লাহ সকাল ১০ টার দিকে পাটকাঠি নিয়ে খেলা করছিল। এ সময় শিশুটির হাতে থাকা পাটকাঠির আঘাত লাগে প্রতিবেশি সাগর মোল্যার। এতে রাগান্বিত হয়ে সে শিশুটির গলা টিপে ধরে নির্যাতন চালায়। এ সময় শিশুটির আর্তনাদে বাদশা শিকদার ছুটে এসে সাগরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ক্ষুব্ধ সাগর ঘর থেকে ধারালো দা বের করে বাদশা শিকদারের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। বাদশা শিকদারের স্ত্রী জুলেখা খাতুন, ছেলে শিমুলের স্ত্রী রিনা এবং ভাইয়ের স্ত্রী জোসনা বেগম বাদশা শিকদারকে রক্ষা করতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকাল সাড়ে ৫ টার দিকে বাদশা শিকদারের মৃত্যু হয়।
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।