মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে বৃহস্পতিবার ইসরাইল মোল্যা নামে এক যুবক গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে পাশের গ্রামে বারইপাড়ার রোস্তম মোল্যার ছেলে।
এলাকাবাসি জানায়, সকাল ১০টার দিকে ওই যুবক আম পাড়ার জন্যে খামারপাড়া গ্রামের মোহন ডাক্তারের গাছে ওঠে। এ সময় হাতে থাকা আমপাড়া কঞ্চির লগি বৈদ্যুতিক সংযোগ লাইনে স্পর্ষ করলে সে বিদ্যুতায়িত হয়ে সেখানেই মারা যায়।
পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা গাছে লটকে থাকা লাশটি উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ মাসুদ জানান, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।