মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম তানজেল হোসেন খানের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে কবর জিয়ারত ও বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, তানজেল হোসেন খানের সহধর্মিনী কামরুন নাহার জলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মরণসভা শেষে প্রয়াত আওয়ামীলীগ নেতা তানজেল হোসেন খানের আত্মার শান্তি কমনায় দোয়া করা হয়।
প্রসঙ্গত, আলহাজ্ব তানজেল হোসেন খান ২০২০ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।