আজ, বৃহস্পতিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | সকাল ৮:২২

ব্রেকিং নিউজ :
মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মুক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিস্কার শালিখার ইউএনও হলেন শ্রীপুরের আগের এসিল্যাণ্ড আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বাড়িতে মাগুরার নতুন ডিসি বিএনপির মাগুরা জেলা কমিটি বাতিল মাগুরায় সাংবাদিক আহমদ আলীকে কুপিয়ে জখম শ্রীপুরে বিভিন্ন দুরারোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ  মহম্মদপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও চাঁদাবাজির অভিযোগ মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত

মাগুরায় উৎসব আমেজের মধ্যে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার একযোগে ৫শত ৩টি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশে এ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকরা।  সকাল ৯টা থেকে শুরু হওয়া নির্বাচন বিরতিহীনভাবে চলে দুপুর ১ টা পর্যন্ত।

শিশুদের মধ্যে দায়িত্বশীলতা, গণতন্ত্রের চর্চা এবং মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে ২০১০ সন থেকে দেশের প্রাথমিক বিদ্যালয় গুলোতে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যান্য জেলার মতো রবিবার মাগুরাতেও উৎসব আমেজের মধ্যে অনুষ্ঠিত হলো নির্বাচন।

সরজমিনে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ব্যাপক উৎসব আমেজের মধ্য দিয়ে প্রতিটি বিদ্যালয়ে নির্বাচন চলছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই প্রতিটি বিদ্যালয়ে নির্বাচনের আগে ঘোষণা করা হয় নির্বাচনী তফসিল। শিক্ষার্থিদের মধ্য থেকেই নিয়োগ করা হয়েছে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার। রয়েছে পর্যবেক্ষক। আর ভোটার এবং প্রার্থি তো আছেই।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিটি স্কুলে ৭ জনকে নির্বাচন করছে। পরবর্তীতে নির্বাচিত ওইসব প্রতিনিধি বিদ্যালয়ের শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, বৃক্ষরোপন, পুস্তক সংরক্ষণ ও আপ্যাযন এবং পানির যথাযথ  ব্যবহার বিষয়ে দায়িত্ব পালন করবে।

শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রত্যেকেই ভোট দিতে পেরে যেমন খুশি। তেমনি নির্বাচনের আগে নিজেদের দায়িত্ব পালনের সদিচ্ছাও প্রকাশ করেছে প্রার্থিরা।

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন প্রসঙ্গে শহরের ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ্ত নিপু বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে আজকের শিশুরাই। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে শিশুদের মধ্যে গণতান্ত্রিক চর্চার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধের সৃষ্টি হচ্ছে।

এ প্রকিৃয়ার মধ্য দিয়ে অবশ্যই তারা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology