কাশেমুর রহমান শ্রাবণ : মাগুরায় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে। অক্টোরের সারা মাসের আক্রান্তের সংখা ছাড়িয়ে গেছে নভেম্বর মাসের অর্ধেক সময়েই।
মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় অক্টোবর মাসে যেখানে আক্রান্ত হয়েছিল ৩৩ জন। সেখানে নভেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৩৯ জন। ফলে দেখা যাচ্ছে শীতের শুরুতেই আক্রান্তের সংখা বৃদ্ধি পাচ্ছে।
আক্রান্তের এই সংখ্যাবৃদ্ধির জন্যে স্থানীয়দের এক ধরনের উদাসীনতা ও স্বাস্থ্যবিধি ঠিকমত মেনে না চলার প্রবণতাকে দায়ি করেছেন অনেকে।
মাগুরা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ৯২১ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৯ জন। ৩৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, সংক্রমনরোধে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এ পর্যন্ত মাগুরা থেকে মোট সন্দেহজনক নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে ৫ হাজার ২৫২ জনের। এর মধ্যে ৪৯৮৬ জনের রিপোর্ট পাওয়া গেছে বলেও তিনি জানান।