মাগুরা প্রতিদিন ডটকম : ‘সোনার বংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বৃহস্পতিবার জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের উদ্যোগে র্যালি শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সামাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহাসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ চেক বিতরণ করা হয়।