মাগুরা প্রতিদিন ডটকম : ডেঙ্গু প্রতিরোধ, নিরাময় ও নির্মূলকরণে জনসচেতনতামূলক প্রচারণা হিসেবে মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে র্যালি বের করা হয়।
সকাল সাড়ে ৯টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। একই সাথে র্যালিতে অংশ নেয়া পরিচ্ছন্নতাকর্মীরা শহরের বিভিন্ন নর্দমা পরিস্কার ও মশক নিধন করে। এছাড়াও জেলা ও স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।
পরে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা।
এ সকল কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থিরা অংশ নেয়।
মাগুরা জেলা প্রশাসনের নির্দেশনায় একযোগে জেলার অন্যান্য উপজেলাতেও একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।