মাগুরা প্রতিদিন ডটকম : করোনা প্রাদূর্ভাবের কারণে লকডাউন ঘোষণায় মাগুরায় ক্ষতিগ্রস্থ ডেকোরেটর শ্রমিক ও বাবুর্চিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৩৮০ জন ডেকোরেটর শ্রমিক ও বাবুর্চিদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেন।
এ সময় মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত খাদ্য সহায়তার প্রতিটি বস্তায় চাল, ডাল, তেল ও চিনি রয়েছে বলে জানা গেছে।