মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন সেনাবাহিনীর সদস্যরা। সেনা বাহিনী প্রধানের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে তারা এসব খাবার বিতরণ শুরু করা হয়।
দরিদ্র পরিবারের মাঝে বিতরণকৃত এসব খাবারের মধ্যে চাল, ডাল, আটা, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে।
মাগুরায় দায়িত্বরত যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজি: আর্টিলারি সদস্যরা সোমবার ও মঙ্গলবার জেলার সদর ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে এসব খাবার পৌঁছে দেয়া হয়।
ত্রাণ বিতরণ কালে ২ ফিল্ড রেজি: আর্টিলারির অধিনায়ক আতিফ সিদ্দিকী করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলার দরিদ্র মানুষের পাশাপাশি সকলকে ধৈর্য্য ধরার আহ্বানের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে বিভিন্ন নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। এছাড়াও সেনা প্রধান এবং দেশের সকল মানুষের জন্যে দোয়া প্রার্থনা করেন তিনি।