মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে মাগুরা সরকারি বিদ্যালয় কেন্দ্রের হল সুপারকে বহিস্কার এবং ৬ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বহিস্কৃত হল সুপার হচ্ছেন মাগুরার সত্যপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার ঘোষ এবং অব্যাহতি প্রাপ্ত ৭ কক্ষ পরিদর্শক হচ্ছেন মাগুরা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম খান, সৈয়দ ইমরুল কবির, পূষ্পাঞ্জলি রাণী রায়, আশফাকুর রহমান এবং মিজানুর রহমান।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযুক্ত শিক্ষকরা অনুপস্থিত থাকায় নির্ধারিত সময়ের পরে অনির্ধারিত ৬ জন শিক্ষক ডেকে পরীক্ষা নিতে হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর দুইজন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। এ বিষয়ে ৩ ফেব্রæয়ারি সোমবার যুগান্তর অনলাইনসহ অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে অভিযুক্ত হল সুপারকে বহিস্কার এবং বাকি ৬ শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম বলেন, পাবলিক পরীক্ষায় দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের জন্যে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যে উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক বরাবর পত্র পাঠানো হয়েছে।