মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ক্ষেত খনন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান সরদার (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। তনি সদর উপজেলার বেলনগর দক্ষিণপাড়ার অলিয়ার সরদারের ছেলে।
মিজানুরের চাচাতো ভাই মুক্তার হোসেন জানান, শনিবার সকালে মিজানুর কোদাল নিয়ে ক্ষেত খনন করতে গেলে মাটির নীচে থাকা বৈদ্যুতিক তার কেটে যায়। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার এসআই শ্যামা প্রসাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।