আজ, মঙ্গলবার | ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৩


মাগুরায় নসিমন থেকে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বেলনগর এলাকায় মঙ্গলবার সকালে দ্রুতগামি নসিমন থেকে ছিটকে পড়ে আসাদুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সদরের রামচন্দ্রপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে। এ সময় রসুল (২২) নামে অপর এক শ্রমিক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে ১০ জন শ্রমিক একটি নসিমনে করে মাগুরা থেকে কামারখালির দিকে যাচ্ছিলেন। এ সময় বেলনগর এলাকায় দ্রুতগতির নসিমনটি ব্রেক করতে গেলে ছিটকে পড়ে আসাদুল ও রসুল নামে দুই শ্রমিক গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেয়া হলে আসাদুল মারা যায়।

এ বিষয়ে অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে মাগুরা সদর থানা পুলিশ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology