মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকার ‘আমাদের মালিবাগ’ নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে বুধবার মাগুরার অসহায়, দুস্থ পথ শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বিকালে শহরের হাসপাতাল পাড়ায় রেডিয়েন্ট স্কুল প্রাঙ্গণে মাগুরা শহরের ২ শতাধিক পথ শিশুর মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
পথ শিশুদের মধ্যে কম্বল বিতরণকালে ‘আমাদের মালিবাগ’ সংগঠনের সভাপতি মজিবর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হেলাল, সাইফ উদ্দিন আহমেদ সাজু, ইব্রাহিম খলিল পিয়াস, এমরান হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী ও কাজী রকিবুল হাসান সুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর র¶া জাতীয় কমিটি মাগুরা জেলা শাখার সদস্য সচিব শরীফ তেহরান টুটুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।