মাগুরা প্রতিদিন ডটকম : ‘মরুরে চাহিনা, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই, কচি-সবুজ বাহিনীর মোরা-পরিবর্তনে আমরাই’-এই শ্লোগান নিয়ে মাগুরায় ১ হাজার বৃক্ষরোপন ও তা পরিচর্যার ঘোষণা দিয়ে সবুজ উৎসব পালন করেছে ‘পরিবর্তনে আমরাই’ নামে একটি স্বেচ্ছাসেবী শিশু কিশোর সংগঠন।
মঙ্গলবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন উৎসবে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা এড. শাখারুল ইসলাম শাকিল, উপদেষ্টা সাংবাদিক রূপক আইচ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দূর্জয় সংগঠনের সকল কর্মীবাহিনী নিজ নিজ বাড়িতে গাছ লাগিয়ে তা পরিচর্যার ঘোষণা দিয়েছেন।