মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পাঠশালা শিশু বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনাসভা বুধবার দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাসি রানী কুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মাগুরা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. দেবাশিষ বিশ্বাসসহ অন্যরা।
এ সময় বার্ষিক পরিক্ষায় মেধার স্বাক্ষর রাখায় শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাগুরার শিশু শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঠশালার অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করেন। তারা পাঠশালার সৃজনশীল কর্মকান্ডের প্রশংসা করে এ ধারা অব্যহত রাখার আহবান জানান।