মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বুধবার সকালে যাত্রিবাহি পিকআপের ধাক্কায় সালাম বিশ্বাস (৭৫) নামে এক বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার বরুণাতৈল গ্রামের ব্যাপারি পাড়ার মৃত নবু মোল্যার ছেলে।
সকাল ৯ টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের পল্লী বিদ্যুত অফিসের সামনে ফরিদপুরের আটরশি থেকে ফেরার পথে যাত্রিবাহি পিকআপটি সালাম বিশ্বাসের ভ্যান গাড়িতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ ভ্যান চালকের মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে এ বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।